খুলনা: খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) দুই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) পরিবর্তন করা হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) পুলিশ সদর দফতরের নির্দেশে এ পরিবর্তন আনা হয়।
কেএমপি’র একটি সূত্র জানায়, পুলিশ সদর দফতরের নির্দেশে নগরীর আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল ও লবনচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমানকে কেএমপির বাইরে পোষ্টিং করা হয়েছে।
একই সঙ্গে নগর বিশেষ শাখা (সিটিএসবি) থেকে ইন্সপেক্টর আমির তৈমুর ইলীকে আড়ংঘাটা থানায় ও নগর গোয়েন্দা শাখা (ডিবি) থেকে ইন্সপেক্টর মোশারফ হোসেনকে লবনচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
কেএমপি’র বিশেষ শাখার এডিসি মনিরুজ্জামান মিঠু বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, পুলিশ সদর দফতরের প্রশাসনিক নির্দেশে এ পরিবর্তন আনা হয়েছে।
বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫