ঢাকা: বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য বাড়াতে উদ্যোগী হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তারই অংশ হিসেবে বিভিন্ন দেশে বাংলাদেশের নিযুক্ত কনসাল জেনারেলদের ডাকা হচ্ছে ঢাকায়।
প্রথম দফায় দক্ষিণ-পূর্ব এশিয়ার ছয় দেশের কনসাল জেনারেল ঢাকা সফর করছেন। এবছর আরো দু’দফায় অন্য দেশে নিযুক্ত কনসাল জেনারেলদের ডাকা হবে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়।
জানা যায়, বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন থাইল্যান্ডে নিযুক্ত রাচান ভিরাপান, মালেশিয়ার শেখ ইমাইল আল্লাউদ্দিন, অস্ট্রেলিয়ার ড্যানিয়েল ও’গরম্যান, নিউজিল্যান্ডের আতাউর রহমান ও ড. টনি ভেন জিজল এবং দক্ষিণ কোরিয়ার ডেভিড কাংগো কিম।
২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠান সামনে রেখে ১৯ ফেব্রুয়ারি প্রতিনিধি দলটি ঢাকায় আসে। কনসাল জেনারেলরা স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, পররাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ও পররাষ্ট্র সচিব শহীদুল হকের সঙ্গে বৈঠক করেছেন।
এছাড়া ঢাকায় অবস্থানকালে কনসাল জেনারেলরা শহীদ মিনার, স্মৃতিসৌধ, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট, বঙ্গবন্ধু জাদুঘর এবং চট্টগ্রামে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল পরিদর্শন করেন।
এ সফরকে বাংলাদেশের সঙ্গে পরিচিতিমূলক কর্মসূচি বলছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, সরকারের বছরপূর্তির পর গেলো বছরের অর্জনসহ সার্বিক বিষয় নিজ চোখে দেখতে ঢাকায় আনা হচ্ছে বিদেশে থাকা বাংলাদেশের অনারারি কনসাল জেনারেলদের।
পাশাপাশি বাংলাদেশের সঙ্গে সংশ্লিষ্ট দেশগুলোর বাণিজ্য বৃদ্ধিতে ভূমিকা রাখতে এ সফরের আয়োজন করা হয়েছে। কনসাল জেনারেলরা নিজ নিজ দেশে স্বনামধন্য এবং গুরুত্বপূর্ণ ব্যক্তি। তাদের সংশ্লিষ্ট দেশের সরকারের সঙ্গে যোগাযোগ খুব ভালো থাকে। বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য সম্ভাবনার দিকগুলো তুলে ধরার পাশাপাশি দেশের ভাবমূর্তি উন্নয়নে এরা কাজ করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, ৫ জানুয়ারির সরকারের বর্ষপূর্তি ঘিরে দেশের চলমান রাজনৈতিক সহিংসতা ইতোমধ্যে বিশ্বব্যাপী আলোচনায় এসেছে। বাংলাদেশের অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে ভাবমূর্তি সংকটে পড়েছে সরকার। এ অবস্থা থেকে বেরিয়ে আসতে ঢাকায় বিভিন্ন দেশের কূটনীতিকের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয় ব্রিফ করার পাশাপাশি ৪৭টি দেশে নিযুক্ত ৭১ জন অনারারি কনসাল জেনারেলকে সার্বিক বিষয়ে ব্রিফ করার সিদ্ধান্ত নিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
জানা যায়, পররাষ্ট্রমন্ত্রী, প্রতিমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে কনসাল জেনারেলরা বাংলাদেশের সঙ্গে নিজ দেশের বাণিজ্য ও ব্যবসা বাড়ানোর সম্ভবনার দিকগুলো তুলে ধরেছেন। এ সময়ে বাণিজ্য বাড়াতে সরকারের সহায়তার আশ্বস দেন মন্ত্রীদের পক্ষ থেকে। পাশাপাশি রাজনৈতিক পরিস্থিতির কারণে বাংলাদেশ যে ভাবমূর্তির সংকটে পরেছে তা উত্তরণে দূতিয়ালি এবং বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে বলেছেন।
গত ২২ জানুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয় পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তিনি বহির্বিশ্বে সরকারবিরোধী শক্তির অপপ্রচার রোধে পররাষ্ট্র মন্ত্রণালয়কে আরো কার্যকর ভূমিকা নেওয়ার নির্দেশ দেন। সেই সঙ্গে ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি এবং বিনিয়োগ আকর্ষণেও তত্পর হতে বলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের।
বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫