ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

বুধবার মান্নাকে হাজিরে রিট

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫
বুধবার মান্নাকে হাজিরে রিট মাহমুদুর রহমান মান্না

ঢাকা: ‘নিখোঁজ’ নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে আদালতে ২৪ ঘণ্টার মধ্যে হাজিরে বুধবার হাইকোর্টে রিট (হেবিয়াস কর্পাস) করা হবে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এ আবেদনটির প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন মান্নার স্ত্রী মেহের নিগার ও সুপ্রিম কোর্টের এক আইনজীবী।



বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা ও অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির সঙ্গে দুটি ফোনালাপ ফাঁস হওয়ার পর মান্না সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত থেকে ‘নিখোঁজ’ রয়েছেন। এর প্রেক্ষিতে রিট আবেদনটি দায়ের করছেন মাহমুদুর রহমান মান্নার স্ত্রী মেহের নিগার।

আবেদনটি দাখিলের পর বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চে বুধবার উপস্থাপন করা হতে পারে। আর এ আবেদনের শুনানিতে ড. কামাল হোসেন ও ড. শাহদীন মালিক অংশ নিতে পারেন বলে জানা গেছে।  
 
রিটে বিবাদী করা হয়েছে স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক, র‌্যাবের মহাপরিচালক এবং গুলশান ও বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি)।  

বাংলাদেশ সময়: ২১৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।