বেনাপোল (যশোর): যশোরের শার্শা উপজেলায় বিভিন্ন অভিযোগে নারী, পুরুষ ও শিশুসহ ১২ জনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, ভারতে অনুপ্রবেশকালে বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে সাদিপুর গ্রাম থেকে নয় জনকে আটক করে।
তারা হলেন- ফরিদপুরের চরভদ্রাসন এলাকার বিথি মন্ডল (২২), দীনবন্ধু মন্ডল (৪৮), মঞ্জু মন্ডল (৩৯), নির্মল মন্ডল (২৫), সম্পা মন্ডল (১৪), সাথী মন্ডল (৭), রূপা মন্ডল (১৮), ঝিনাইদহের মহেশপুর থানার মিন্টু বিশ্বাস (৩০) ও জিৎ বিশ্বাস (০৮)।
এদিকে, পোর্ট থানা পুলিশ বেনাপোলের পুটখালী গ্রাম থেকে সাজাপ্রাপ্ত পালাপত আসামি আতিয়ার সরদারের ছেলে ইব্রাহীমকে (৪০) আটক করে।
অন্যদিকে, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম শরিফুল আলমের নেতৃত্বে শার্শার যাদবপুর আনসার ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবনের অপরাধে দুই ব্যক্তিকে আটক করা হয়।
আটকরা হলেন- যশোর কোতোয়ালি থানার তেঁতুলিয়া গ্রামের আলী আহম্মেদের ছেলে আকরাম (২৮) ও একই এলাকার নজরুল ইসলামের ছেলে বিপ্লব হোসেন (২৩)।
আটক ব্যক্তিদের বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে যশোর আদালতে পাঠানো হবে বলে জানায় পুলিশ।
বেনাপোল পোর্ট থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নুরুল হক এসব বিষয় বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫