বরিশাল: বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের চলমান অবরোধ ও হরতালের কোনো কোনো প্রভাব নেই দক্ষিণের জনপদ বরিশালে।
এখান জনজীবন রয়েছে প্রায় স্বাভাবিক।
মঙ্গলবার রাতে সরেজমিন বরিশাল নৌবন্দরে গিয়ে চোখে পড়ে বিপুলসংখ্যক মানুষের আনোগোনা। হরতাল-অবরোধে উপেক্ষা করে তারা পাড়ি জমাচ্ছেন গন্তব্যে। ঘাটে ভেড়ানো কয়েকটি লঞ্চ ঘুরে দেখা গেলো, এসব লঞ্চ বোঝাই হয়ে আছে যাত্রীতে।
জানতে চাইলে বরিশাল নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের উপ-পরিচালক আবুল বাশার বাংলানিউজকে জানান, ঢাকা-বরিশাল এবং অভ্যন্তরীণ রুটের লঞ্চে যাত্রী সংখ্যা এখন কম নয়।
তিনি জানান, লঞ্চঘাটে যাত্রীদের নিরাপত্তায় পুলিশ ও আনসার সদস্যের পাশাপাশি রয়েছে গোয়েন্দ নজরদারি। সন্দেহভাজনদের ব্যাগে চালানো হচ্ছে তল্লাশি। লঞ্চঘাটে আগতদের চিত্র ধারণ করা হচ্ছে একাধিক ভিডিও ক্যামেরায়।
এদিকে, সরকারি নির্দেশনা অনুযায়ী রাতের বেলা দুরপাল্লার বাস চলাচল বন্ধ থাকলেও দিনের বেলা বাসের যাত্রীও ছিল চোখে পড়ার মতো।
হরতাল-অবরোধেও জনজীবন স্বাভাবিক হয়ে আসায়, বিগত কয়েকদিন ধরেও দিনের মতো রাতেও বরিশাল থেকে দুরপাল্লার রুটের বাসে বাড়ছে যাত্রীর সংখ্যা।
এছাড়া যাত্রীর সংখ্যা স্বাভাবিক থাকায় দিনের বেলায় স্বাভাবিক নিয়মে চলছে অভ্যন্তরীণ রুটের বাস, মাহিন্দ্রাসহ বিভিন্ন গণপরিবহন।
বাংলানিউজকে এমনটাই জানালেন বরিশাল মহানগর শ্রমিক লীগের ও বাস মালিক সমিতির সভাপতি আফতাব হোসেন।
প্রশাসন সূত্রে জানা গেছে, সকাল থেকে রাত পর্যন্ত নগরীতে গণপরিবহন চলছে স্বাভাবিক নিয়মে। তবে হরতাল-অবরোধে যানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সড়ক, মহাসড়ক ও নৌপথে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর কঠোর নজরদারি।
এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র সহকারী পুলিশ কমিশনার আজাদ রহমান বাংলানিউজকে বলেন, অন্যান্য বিভাগীয় শহরের চেয়ে বরিশালের আইনশৃঙ্খলা পরিস্থতি অনেক ভালো। তারপরেও নগরীজুড়ে নাশকতারোধে প্রায় ৬শ’ পুলিশ মাঠ পর্যায়ে কাজ করছে।
এছাড়া রয়েছ র্যাব ও সাদা পোশাকধারী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। মানুষের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করতে তাদের নজরদারি অব্যাহত থাকবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ২১৪৭ ঘণ্টা, ফেব্রয়ারি ২৪, ২০১৫