ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

ফেনীতে অপহৃত স্বর্ণ ব্যবসায়ী উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫
ফেনীতে অপহৃত স্বর্ণ ব্যবসায়ী উদ্ধার

ফেনী: ফেনীর সোনাগাজীতে অপহৃত স্বর্ণ ব্যবসায়ী বিষ্ণু কুমার ধরকে ছাগলনাইয়া থেকে উদ্ধার করেছে পুলিশ।
 
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে ছাগলনাইয়া উপজেলার দক্ষিণ হরিপুর গ্রাম থেকে তাকে উদ্ধার করা হয়।


 
এ সময় কামরুল ইসলাম ও ফরিদ আহাম্মদ নামে দুই অপহরণকারীকে আটক করেছে পুলিশ।  
 
এর আগে, রোববার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার সোনাগাজী উপজেলার মতিগঞ্জ বাজার বাসস্ট্যান্ডের পাশ থেকে তাকে অপহরণ করে দুর্বৃত্তরা।
 
বিষ্ণু সোনাগাজী উপজেলার মতিগঞ্জ বাজারের স্বর্ণ ব্যবসায়ী। তিনি ছাড়াইত কান্দি গ্রামের মনিন্দ্র কুমার ধরের ছেলে।  
 
পুলিশ জানায়, রোববার মতিগঞ্জ বাজার বাসস্ট্যান্ডের পাশ থেকে প্রাইভেট কারে করে বিষ্ণুকে অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে, ছাগলনাইয়ায় একটি ইটের ভাটায় আটকে রেখে তাকে বেদম মারধর করে।
 
অপহরণকারীরা বিষ্ণুর বড় ভাই শৈলেন কুমার ধরের কাছে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করে। বিকাশের মাধ্যমে অপহরণকারীদের ৪০হাজার টাকা দেওয়া হয়। এ ব্যাপারে শৈলেন বাদী হয়ে সোমবার বিকেলে সোনাগাজী মডেল থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।
 
বিষয়টি জানার পর পুলিশ ছেরুমিয়ার বাজারের করিম ফার্মেসির বিকাশ এজেন্টকে চিহ্নিত করে এবং ওই বিকাশ নম্বরে পুনরায় ১০ হাজার টাকা পাঠানোর জন্য অপহৃতের পরিবারকে পরামর্শ  দেয়।
 
পুলিশের পরামর্শ অনুযায়ী ১০ হাজার টাকা পাঠানোর পর বিকাশ এজেন্টের কাছ থেকে টাকা নিতে আসলে পুলিশ দুপুর আড়াইটার দিকে হাতেনাতে অপহরণকারী কামরুলকে আটক করে।  
 
পরে, তার স্বীকারোক্তি মোতাবেক দক্ষিণ হরিপুর গ্রামের সফর আলী বাড়ির হাজী সফিকুর রহমানের ছেলে ফরিদ আহাম্মদের ঘর থেকে বিষ্ণুকে উদ্ধার করা হয়। এছাড়া, ঘটনাস্থল থেকে অপহরণে সহযোগিতা করার অপরাধে ফরিদ আহাম্মদকে আটক করা হয়।
 
অপহরণকারী কামরুল পুলিশকে জানায়, রনি, সোহেল ও শান্তসহ তারা মোট ছয়জন বিষ্ণুকে অপহরণ করে।
 
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ খান চৌধুরী এ সব তথ্য বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
 
বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।