ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

খুলনায় রাতেও দীর্ঘ যানজট

মাহবুবুর রহমান মুন্না, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫
খুলনায় রাতেও দীর্ঘ যানজট ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাত ৮টা। খুলনা মহানগরীর সাত রাস্তার মোড়ে দীর্ঘ যানজটে আটকে আছেন ইজিবাইক চালক রুস্তম আলী।

ভ্যাপসা গরমে অতিষ্ঠ হয়ে উঠেছেন তিনি।
 
কথা হয় তার সঙ্গে। রুস্তম আলী বলেন, আগে হরতালে গাড়ি চালাইতে ভয় করতো। এখন মানুষের মনে হরতালের হেই (সেই) ভয় নাই। হরতাল এখন নির্বাসিত।

ডাক বাংলোর মোড়ে যানজটে আটক ইঞ্জিনচালিত মাহেন্দ্র চালক ইয়াছিন বলেন, এতোদিন হরতাল-অবরোধ হলে তা আর মানুষের গায় লাগে না। যার কারণে স্বাভাবিক কাজকর্মেও বাধা হয়ে দাঁড়াতে পারছে না হরতাল। সাধারণ মানুষের কাছ থেকে হরতাল প্রত্যাখ্যাত হচ্ছে। বিশেষ করে শ্রমজীবী মানুষের কাছে।

তিনি জানান, হরতালের মধ্যেও সন্ধ্যার পর থানার মোড়, রেলস্টেশন, পাওয়ার হাউজ মোড়, শান্তিধাম মোড় এলাকায় যানজট লেগেই থাকে।

সরেজমিনে ঘুরে দেখা যায়, এসব এলাকায় ট্রাফিক পুলিশ যানজট ছাড়াতে হিমশিম খাচ্ছে। দৃশ্য দেখে মনে হচ্ছে না হরতাল চলছে।
 
সোনাডাঙ্গা বাস টার্মিনালে কথা হয় মংলাগামী যাত্রী স্কুলশিক্ষক সেলিম রেজার সঙ্গে। তিনি বলেন, রাজনৈতিক কোনো দাবি আদায়ে হরতাল আর চালিকাশক্তি হিসেবে কাজে আসছে না। মানুষের জীবিকার ওপর সরাসরি আঘাত হানায় পুরোপুরি অকার্যকর হয়ে পড়েছে হরতাল।

তিনি আরো বলেন, এখন রাজনৈতিক দলগুলোর নিজস্ব ফায়দা ছাড়া একদমই জনসম্পৃক্ততা থাকে না হরতালে। যে কারণে রাজনৈতিক দলগুলো হরতাল ডাকলেও প্রায় সব অফিস-আদালত, দোকানপাট খোলা থাকে। রাস্তায় যানবাহন চলে। রাতেও যানজট হয়।

একই স্থানে বসে কথা হয় আসলাম শিকদার নামে  মসজিদের এক ইমামের সঙ্গে। তিনি পাল্টা প্রশ্ন ছুড়ে দেন, আমরা কি হরতাল বন্ধ করতে পারিনা? হরতাল ডেকে গরীবের পেটে লাথি কেন? হরতালে দেশের অর্থনীতি ধ্বংস হওয়া ছাড়া কোনো লাভ হয় না। হরতাল নতুন প্রজন্ম ও বিদেশিদের কাছে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করছে।

তিনি আরো বলেন, ধর্মপ্রাণ এক মুসলিম দ্বারা অন্য মুসলমানকে হত্যা ও গাড়িতে জ্বালাও-পোড়াও করে দেশকে ধ্বংস করা ইসলাম ধর্ম সমর্থন করে না।

এদিকে, নগরীর বড় বাজারে খোঁজ নিয়ে জানা যায়, আগের তুলনায় গত তিন দিনের হরতাল-অবরোধে রেকর্ড পরিমাণ পণ্য পরিবহন হয়েছে। এতে ব্যবসায়ীদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। প্রাণচাঞ্চল্য এসেছে প্রতিদিনের কার্যক্রমেও।

এ নিয়ে শামীম এন্টারপ্রাইজের কর্মচারী জুয়েল জানান,  এখন সতর্কতার সঙ্গে রাতেও পণ্য পরিবহন হচ্ছে। ফলে পণ্য পরিবহনে স্বাভাবিক গতি ফিরে এসেছে।

বাংলাদেশ সময়: ২২০৫ ঘণ্টা, ফেব্রয়ারি ২৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।