বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল পৌরসভার কাগজপুকুর এলাকা থেকে ১৭টি তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে ককটেলগুলো উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, দুর্বৃত্তরা নাশকতার পরিকল্পনা করছে এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে সেখান থেকে তাজা ১৭টি ককটেল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ককটেলগুলো নিষ্ক্রিয় করার কাজ চলছে বলে জানায় পুলিশ।
বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) রফিকুল ইসলাম বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ২২৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫