ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

বেনাপোল থেকে ১৭টি ককটেল উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫
বেনাপোল থেকে ১৭টি ককটেল উদ্ধার ছবি: প্রতীকী

বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল পৌরসভার কাগজপুকুর এলাকা থেকে ১৭টি তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে ককটেলগুলো উদ্ধার করা হয়।



পুলিশ জানায়, দুর্বৃত্তরা নাশকতার পরিকল্পনা করছে এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুর্ব‍ৃত্তরা পালিয়ে যায়। পরে সেখান থেকে তাজা ১৭টি ককটেল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ককটেলগুলো নিষ্ক্রিয় করার কাজ চলছে বলে জানায় পুলিশ।

বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) রফিকুল ইসলাম বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২২৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।