চাঁদপুর: চাঁদপুরের হাজীগঞ্জে ট্রাক চাপায় আনিসুর রহমান (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। দুর্ঘটনায় কমপক্ষে আরো চারজন আহত হন।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আনিসুর রহমান হাজীগঞ্জ উপজেলা গোপালখোঁড় এলাকার ভূঁইয়া বাড়ির মৃত মনসুর আহম্মদের ছেলে।
আহত ব্যক্তিরা হলেন-নিহতের স্ত্রী আঁখি (২৫) ও ছেলে আজিজুর রহমান (৫) এবং সিএনজি চালকসহ অজ্ঞাত আরো এক যাত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিএনজি চালিত একটি অটোরিকশা রাত সাড়ে ৯টার দিকে হাজীগঞ্জ থেকে চাঁদপুরে দিকে যাচ্ছিল। পথে চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের বাকিলা বাজার এলাকায় এলে অটোরিকশাটিকে একটি ট্রাক চাপা দিয়ে পালিয়ে যায়। এতে পাঁচজন গুরুতর আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাজীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক আনিসুরকে মৃত ঘোষণা করেন।
চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মো. আমির জাফর বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ০০১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৫