ঢাকা: অডিও ক্লিপ ফাঁস নিয়ে তুমুল আলোচনায় থাকা নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্নাকে গুলশান থানায় হস্তান্তর করা করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
মঙ্গলবার রাত ১২টা ২০ মিনিটের দিকে নাগরিক ঐক্যের আহ্বায়ককে থানায় নেওয়ার পরপরই গোয়েন্দা কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
র্যাবের মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক মাকসুদুল আলম বাংলানিউজকে জানান, র্যাব মান্নাকে আটক করেছিল। গুলশান থানায় হস্তান্তর করা হয়েছে।
এদিকে মান্নাকে হস্তান্তরের খবর শুনে গুলশান থানায় ছুটে যান তার স্বজনেরা। পরে সাংবাদিকদের স্বজনরা জানান, তারা গুলশান থানার ওসির সঙ্গে দেখা করতে চেয়েও ব্যর্থ হয়েছেন। এখন ডিবি কার্যালয়ের দিকে যাচ্ছেন।
থানা সূত্র জানায়, মঙ্গলবার বিকেলে গুলশান থানার এসআই সোহেল রানা সেনা বিদ্রোহের উসকানির অভিযোগে মান্নার বিরুদ্ধে মামলা করেন। ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
বিএনপি নেতা সাদেক হোসেন খোকা ও অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির কথোপকথনের অডিও ক্লিপের ফাঁসের পর তা নিয়ে তুমুল আলোচনা চলছে দেশজুড়ে।
সোমবার মাহমুদুর রহমান মান্নাকে সাদা পোশাকে থাকা পুলিশ ‘আটক’ করেছে বলে অভিযোগ করেছে তার পরিবারের। তবে পুলিশ তা অস্বীকার করেছে।
তবে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) যুগ্ম কমিশনার ও ডিএমপির মুখপাত্র মনিরুল ইসলাম মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে দাবি করেন, মান্নাকে আটক বা গ্রেফতার করার কোনো তথ্য তাদের কাছে নেই। পরিবারের অভিযোগ তারা খতিয়ে দেখছেন।
মান্নার স্ত্রীর জানান, বনানীর ই-ব্লকের ১৭ /এ সড়কের ১২ নম্বর বাসা থেকে মান্নাকে তুলে নিয়ে গেছে সাদা পোশাকধারী পুলিশ। মান্না তার ভাতিজির বাসায় অবস্থান করছিলেন।
বাংলাদেশ সময়: ০০৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৫/আপডেট: ০১৩০ ঘণ্টা