ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

কোম্পানীগঞ্জে আবারও পাথর শ্রমিক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৫
কোম্পানীগঞ্জে আবারও পাথর শ্রমিক নিহত

সিলেট: সিলেটের কোম্পানীগঞ্জে মাটি চাপায় চন্দন (৪৫) নামে আরো এক পাথর শ্রমিক নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত চন্দন সুনামগঞ্জের বাসিন্দা।  

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বাংলানিউজকে জানান, দুপুরে ইলিয়াস চেয়ারম্যানের পাথর কোয়ারিতে ঘটনাটি ঘটলেও গোপন রাখা হয়েছিল। খবর পেয়ে সন্ধ্যায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে।

এর আগে সোমবার (২৩ ফেব্রুয়ারি) বেলা আড়াইটায় কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ পাথর কোয়ারিতে মাটি চাপা পড়ে চার শ্রমিক নিহত হন।

বাংলাদেশ সময়: ০১৫২ ঘন্টা, ফেব্রুয়ারী ২৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।