সিলেট: সিলেটের কোম্পানীগঞ্জে মাটি চাপায় চন্দন (৪৫) নামে আরো এক পাথর শ্রমিক নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বাংলানিউজকে জানান, দুপুরে ইলিয়াস চেয়ারম্যানের পাথর কোয়ারিতে ঘটনাটি ঘটলেও গোপন রাখা হয়েছিল। খবর পেয়ে সন্ধ্যায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে।
এর আগে সোমবার (২৩ ফেব্রুয়ারি) বেলা আড়াইটায় কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ পাথর কোয়ারিতে মাটি চাপা পড়ে চার শ্রমিক নিহত হন।
বাংলাদেশ সময়: ০১৫২ ঘন্টা, ফেব্রুয়ারী ২৫, ২০১৫