ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

সকালে আদালতে হাজির করা হবে মান্নাকে

সিনিয়র ও স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৫
সকালে আদালতে হাজির করা হবে মান্নাকে মাহমুদুর রহমান মান্না

ঢাকা: সেনা বিদ্রোহের উস্কানির অভিযোগে গ্রেফতার হওয়া নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্নাকে বুধবার সকালে আদালতে হাজির করা হবে।

এর আগে মঙ্গলবার রাতে গ্রেফতারের পর ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয় তাকে।

মঙ্গলবার দিবাগত রাত ১২টা ২০ মিনিটের দিকে গুলশান থানায় তাকে হস্তান্তর করে ৠাব। তবে তাকে থানায় না পাঠিয়ে সরাসরি তাকে গোয়েন্দা কার্যালয়ে পাঠিয়ে দেওয়া হয়।

রাত আড়াইটার দিকে গুলশান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ শেষে মান্নার স্ত্রী মেহের নিগার সাংবাদিকদের বলেন, পুলিশ জানিয়েছেন তিনি ডিবি কার্যালয়ে হেফাজতে রয়েছেন। থানায় তার নামে একটি মামলা করা হয়েছে। বুধবার সকালে তাকে ডিবি কার্যালয় থেকে আদালতে হাজির করা হবে। এ সময়ই তাকে (মান্না) দেখা যাবে।

এর আগে গুলশান জোনের সহকারী কমিশনার (এসি) নুরুল আলম বাংলানিউজকে জানান, মান্নাকে থানায় হস্তান্তরের পর ডিবি কার্যালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে।

র‌্যাবের মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক মাকসুদুল আলম বাংলানিউজকে জানান, র‌্যাব মান্নাকে আটক করেছিল। তাকে গুলশান থানায় হস্তান্তর করা হয়েছে।

থানা সূত্র জানায়, মঙ্গলবার বিকেলে গুলশান থানার এসআই সোহেল রানা দণ্ডবিধির ১৩১ ধারায় সেনা বিদ্রোহের উসকানির অভিযোগে মান্নার বিরুদ্ধে মামলা করেন। ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। ২৪ ফেব্রুয়ারি দায়েরকৃত মামলা নং ৩২।

এর আগে রাত ১১ টার ‍দিকে বনানী থানায়, রাত সাড়ে ১২ টার দিকে গুলশান থানায় এবং রাত দেড়টার দিকে ডিবি কার্যালয়ে মান্নার খোজঁ নিতে যান তার স্বজনেরা। এ সময় তার স্ত্রীর সঙ্গে ছেলে নিলয় মান্ন‍া এবং মেয়ে নিলম মান্নাও ছিলেন।
 
শেষে রাত আড়াইটার দিকে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেগের নিগারকে মান্নার বর্তমান পরিস্থিতি সর্ম্পকে অবগত করেন।

সম্প্রতি বিএনপি নেতা সাদেক হোসেন খোকা ও মান্নার কথোপকথনের অডিও ক্লিপের ফাঁসের পর তা নিয়ে তুমুল আলোচনা চলছে দেশজুড়ে।

সোমবার মাহমুদুর রহমান মান্নাকে সাদা পোশাকে থাকা পুলিশ ‘আটক’ করেছে বলে অভিযোগ করেছে তার পরিবারের। তবে পুলিশ তা অস্বীকার করেছে।

 ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) যুগ্ম কমিশনার ও ডিএমপির মুখপাত্র মনিরুল ইসলাম মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে দাবি করেন, মান্নাকে আটক বা গ্রেফতার করার কোনো তথ্য তাদের কাছে নেই। পরিবারের অভিযোগ তারা খতিয়ে দেখছেন।

মান্নার স্ত্রীর জানান, বনানীর ই-ব্লকের ১৭ /এ সড়কের ১২ নম্বর বাসা থেকে মান্নাকে তুলে নিয়ে গেছে সাদা পোশাকধারী পুলিশ। মান্না তার ভাতিজির বাসায় অবস্থান করছিলেন।

বাংলাদেশ সময়: ০০৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৫/আপডেট: ১৪১৫ ঘণ্টা.

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।