ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জে ট্রাক ও ৮ অটোরিকশা ভাঙচুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৫
সিরাজগঞ্জে ট্রাক ও ৮ অটোরিকশা ভাঙচুর ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ শহরের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল, ককটেল নিক্ষেপ ও যানবাহন ভাঙচুর করেছে বিএনপির নেতাকর্মীরা।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শহরের বিভিন্ন এলাকায় এ ঘটনা ঘটে।



পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যার আগে শহরের ইসলামিয়া কলেজ এলাকায় ঝটিকা মিছিলের চেষ্টা করে বিএনপির নেতাকর্মীরা। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে তারা পালিয়ে যায়।

এরপর শহরের এসএস রোডের পাম্পতলা মোড়, বাহিরগোলা গুড়ের বাজার, চৌরাস্তা মোড় ও সয়াধানগড়া সওজ অফিসের সামনে একযোগে নেতাকর্মীরা পৃথক ঝটিকা মিছিল বের করে।

এ সময় মিছিল থেকে একটি ট্রাক, ৭/৮টি সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর এবং কয়েকটি দোকানপাটে ইটপাটকেল নিক্ষেপ করে তারা। এতে গুড়ের বাজার এলাকার দোকানপাট কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায়।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) বাসুদেব সিনহা বাংলানিউজকে জানান, এলাকাগুলোতে অতিরিক্ত পুলিশ সর্তক অবস্থায় রয়েছে। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।