রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় সাদমান আপন (৫) নামে এক অপহৃত শিশুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ।
আটক ব্যক্তিদের স্বীকারোক্তি অনুযায়ী (২৪ ফেব্রুয়ারি) মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কাঞ্চন পৌরসভার বিরাব এলাকায় মাটিতে পুঁতে রাখা অবস্থায় শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- ওই এলাকার আবুল বাশার (৩৭), তার স্ত্রী মাহমুদা আক্তার (৩০) ও মাসুদ (২৮)।
শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বিরাব এলাকা থেকে শিশু সাদমান আপনকে অপহরণ করা হয়। পরে তার পরিবারের কাছে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম বাংলানিউজকে জানান, আর্থিক লেনদেন নিয়ে বিরাব এলাকার জাহিদুল ইসলামের সঙ্গে একই এলাকার আবু নাসের, মাসুদ ও আবু বাশারের বিরোধ চলে আসছিল।
ওই বিরোধের জের ধরে শনিবার দুপুরে উল্লেখিত ব্যক্তিসহ তাদের লোকজন জাহিদুল ইসলামের শিশু সন্তান সাদমান আপনকে অপহরণ করে নিয়ে যায়। শুধু তাই নয় পরিবারের কাছে ৩০ লাখ টাকা মুক্তিপণও দাবি করা হয়।
এ ঘটনায় (২৪ ফেব্রুয়ারি) মঙ্গলবার বিকেলে শিশু সাদমান আপনের বাবা জাহিদুল ইসলাম বাদী হয়ে রূপগঞ্জ থানায় আটক তিন জনকে আসামি করে রূপগঞ্জ থানায় অপহরণ মামলা দায়ের করেন। মঙ্গলবার রাতে বিশেষ অভিযানে রাতেই তিনজনকে আটক করে পুলিশ।
আটক আসামিদের স্বীকারোক্তি অনুযায়ী রাত সাড়ে ১১টার দিকে বিরাব এলাকা থেকে মাটিতে পুঁতে রাখা শিশু সাদমান আপনের মৃতদেহ উদ্ধার করা হয়।
অপহরণের দিন রাতেই শিশু সাদমান আপনকে শ্বাসরোধে হত্যার পর বিরাব এলাকায় মাটিতে পুঁতে রাখা হয়।
এ ঘটনার সঙ্গে জড়িত বাকিদের আটকের চেষ্টা চলছে বলেও জানান ওসি।
বাংলাদেশ সময়: ০৭২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৫