ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

মধুপুরে যুবককে হত্যা চেষ্টা, মোটরসাইকেল ছিনতাই

উপজেলার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৫
মধুপুরে যুবককে হত্যা চেষ্টা, মোটরসাইকেল ছিনতাই ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মধুপুর (টাঙ্গাইল): টাঙ্গাইলের মধুপুর উপজেলায় আব্দুল হালিম (২৬) নামে এক যুবকের গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে মোটরসাইকেল নিয়ে গেছে দুর্বৃত্তরা।

আব্দুল হালিমকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।



মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে মধুপুরের কাকরাইদের বিএডিসি ফার্ম এলাকায় এ ঘটনা ঘটে।

আব্দুল হালিম পৌর এলাকার দামপাড়া গ্রামের জনৈক বাদশা মিয়ার ছেলে। তিনি ভাড়ায় মোটর সাইকেল চালাতেন।

ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা ওই এলাকায় ধারালো অস্ত্র দিয়ে তার গলায় আঘাত করে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। পরে যুবকের গোঙানি শব্দ পেয়ে পাহারারত গ্রাম পুলিশ শ্রী শ্যামলাল রবি দাশ অন্যদের সহযোগিতায় ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে মধুপুর হাসপাতালে ভর্তি করে। সেখানে দায়িত্বরত চিকিৎসক আব্দুল হালিমকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

পুলিশ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে বলে থানা সূত্র থেকে জানা গেছে।

বাংলাদেশ সময়: ০৭৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।