বরিশাল: জেলার বিমানবন্দর থানার গোয়ালদী মুসড়িয়া এলাকা থেকে রিভলবারসহ মো. তৈয়ব আলী শরীফ (৫০) নামে এক মাছ ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৮।
মঙ্গলবার ( ২৪ ফেব্রুয়ারি) রাতে র্যাবের এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
আটক তৈয়বের বাড়ি বরিশাল মেট্রোপলিটন বিমানবন্দর থানার গোয়ালদী মুসড়িয়া এলাকায় বলে জানা যায়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, র্যাবের একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে মুসড়িয়া এলাকায় তৈয়ব আলীর বাড়িতে অভিযান চালিয়ে তাকে রিভলবারসহ আটক করা হয়।
তৈয়ব ওই অস্ত্র প্রদর্শন করে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড করে বলে র্যাবের কাছে স্বীকার করেছেন।
এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে র্যাবের পক্ষ থেতে জানানো হয়।
বাংলাদেশ সময়: ০৮৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৫