রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জে আশিয়ান পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে বাসের হেলপারসহ তিনজন দগ্ধ হয়েছেন।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৩টার দিকে উপজেলার সাওঘাট এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে পাশে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
অগ্নিদগ্ধরা হলেন- হেলপার মাইনউদ্দিন (২৪), শাকিল আহাম্মেদ (২৫) ও অজ্ঞাত আরো একজন। এদের মধ্যে মাইনউদ্দিনকে স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বাকি দু’জনকে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটি পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাওঘাট এলাকার ঢাকা-সিলেট মহাসড়কের পাশের একটি স্থানে আশিয়ান পরিবহনের বাসটি দাঁড়ানো ছিল। বাসের পেছনের অংশে হেলপারসহ তিনজন ঘুমিয়ে ছিলেন।
ভোর সাড়ে ৩টার দিকে দুর্বৃত্তরা বাসে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে পুরো বাসে আগুন ধরে যায়। এসময় বাসে থাকা হেলপার মাইনউদ্দিন জানালা ভেঙে নেমে পড়েন। তার চিৎকারে অন্যরা ছুটে এসে দগ্ধ অবস্থায় শাকিলসহ দু’জনকে উদ্ধার করে।
ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ০৮৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৫