খুলনা: জেলার কয়রা উপজেলার হড্ডা এলাকা থেকে পাইপগান ও দুই রাউন্ড গুলিসহ দুই বনদস্যুকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে তাদের আটক করা হয়।
আটক দুই বন্যদস্যুরা হলেন ওয়াসিম ও কৃষ্ণেন্দু। আটকদের বাড়ি খুলনার দাকোপ উপজেলায় বলে জানা যায়।
কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্র নাথ বাংলানিউজকে জানান, তারা ডাকাতির উদ্দেশে সুন্দরবনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে দু’টি পাইপগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
আটকেদের বিরুদ্ধে অপহরণ, চাঁদাবাজি ও ডাকাতির অভিযোগ রয়েছে বলেও জানান তিনি।
এ ব্যাপারে কয়রা থানায় একটি মামলা হয়েছে।
বাংলাদেশ সময়: ০৮৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৫