বেনাপোল (যশোর): যশোরের শার্শা উপজেলার নাভরণ বাজারে ট্রাকের চাপায় আনসার আলী (৬০) নামে এক মধু বিক্রেতা নিহত হয়েছেন।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
আনসার আলীর বাড়ি সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায়।
পুলিশ জানায়, সকালে বাইসাইকেলে করে বাজারে যাচ্ছিলেন। এসময় যশোর থেকে ছেড়ে আসা একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
নাভরণ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বুলবুল হোসেন জানান, ঘাতক ট্রাকটি আটক করা সম্ভব হলেও চালক পালিয়ে গেছে।
বাংলাদেশ সময়: ১০১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৫