নড়াইল: নড়াইলের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপি ও ছাত্রদলের দুই কর্মীসহ ২২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন মামলা ও অভিযোগ রয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাত থেকে বুধবার সকাল ৯টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে খন্দকার রুবেল (২৫) নামে এক ছাত্রদল কর্মী ও শিমুল মোল্লা (৩০) নামে এক বিএনপি কর্মী রয়েছেন।
নড়াইল পুলিশ কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, নড়াইল সদর থানা থেকে নয়, লোহাগড়া থেকে চার, কালিয়া থেকে চার ও নড়াগাতি থানা থেকে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১০২৫ ফেব্রুয়ারি ২৫, ২০১৫