ঢাকা: বিডিআর (বর্তমান বিজিবি) হত্যাকাণ্ডের ঘটনায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িতদের বিচার দাবি করেছেন নিহতদের স্বজনরা।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর বনানী কবরস্থানে নিহতদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তারা এ দাবি জানান।
২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন প্রাণ হারান।
নিহত বিডিআর’র সাবেক মহাপরিচালক শাকিল আহমেদের শ্যালক আলী আকবর পরিবারের সদস্যদের নিয়ে কবরে ফুল দিতে আসেন।
এ সময় আলী আকবর সাংবাদিকদের বলেন, যারা মারা গেছেন তাদের তো ফিরিয়ে আনা যাবে না। তবে এ মৃত্যু অনাকাঙ্ক্ষিত, দুঃখজনক ও বেদনাদায়ক।
নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে আকবর বলেন, এ গর্হিত হত্যাকাণ্ডের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িতদের বিচার হোক এটাই আমাদের চাওয়া।
নিহত মেজর মো. মমিনুল ইসলামের বোন বলেন, ছয়বছরেও আমরা সঠিক বিচার পাইনি। জড়িতদের বিচার হলে নিহতদের আত্মা শান্তি পাবে।
ঘটনা ও এর নেপথ্যে জড়িতদের দ্রুত বিচার করে রায় কার্যকরের দাবি জানান মমিনুল ইসলামের স্ত্রী সানজানা সানিয়া জোবায়দা।
বাংলাদেশ সময়: ১০৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৫
** বিডিআর বিদ্রোহে নিহতদের প্রতি শ্রদ্ধা