ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

রায় কার্যকরে সরকার আন্তরিক

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৫
রায় কার্যকরে সরকার আন্তরিক ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিডিআর বিদ্রোহ মামলায় সাজাপ্রাপ্তদের রায় দ্রুত কার্যকর করতে সরকার আন্তরিক বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল আজিজ আহমেদ।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে বনানী কবরস্থানে নিহতদের শ্রদ্ধা জানাতে গিয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি।



আজিজ আহমেদ বলেন, সেদিন যারা বিদ্রোহ করেছিল তাদের আগের বিডিআর আইনে বিচার হয়েছে। অনেকের ফাঁসিসহ বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে।

তিনি বলেন, যাদের ফাঁসি হয়েছে তারা আপিল করেছেন। আপিল নিষ্পত্তি এবং অন্যান্য বিচারিক কার্যক্রম ও রায় দ্রুত কার্যকরে সরকার আন্তরিক রয়েছেন।

বিজিবি’র ডিজি বলেন, বিচার দ্রুত শেষ করতে একটি বিশেষ বেঞ্চ গঠন করা হয়েছে। এ বেঞ্চ সপ্তাহে প্রতি কর্মদিবসে বসছে। সাক্ষী হাজির হচ্ছেন। আমি আশাবাদী যে দ্রুত রায় কার্যকর হবে।

সঙ্কটহীন আধুনিক বিজিবি

বাংলাদেশ সময়: ১০৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।