ঢাকা: হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে ১৬১ পিস সোনার বারসহ দুই যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ।
জব্দ হওয়া ১৮ কেজি সাতশ ৫৬ গ্রাম সোনার বর্তমান বাজারমূল্য প্রায় মূল্য নয় কোটি ৪০ লাখ টাকা।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে আটটার দিকে এসব স্বর্ণ জব্দ করা হয়।
আটক দুই যাত্রী হলেন- চাঁদপুরের শামছুদ্দিন এবং চট্টগ্রামের আবু সাঈদ।
বিষয়টি নিয়ে বিমানবন্দরে শুল্ক গোয়েন্দা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন কাস্টমস গোয়েন্দা বিভাগের সহকারী পরিচালক আয়েশা আকতার।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুবাই থেকে আসা এমিরেটস এয়ারলাইন্সের (ফ্লাইট নম্বর-ইকে ৫৮২) দুই যাত্রীর কাছ থেকে এসব স্বর্ণ জব্দ করা হয়।
দুইযাত্রীর জামার পকেট ও জুতার ভেতর এসব স্বর্ণ ছিল বলে জানিয়ে আয়েশা বলেন, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
২০১৩ সালের জুলাই থেকে এ পর্যন্ত বিমানবন্দর থেকে ৮৯৮ কেজি সোনা জ্ব করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
এর আগে কাস্টমস গোয়েন্দা অধিদফতরের মহাপরিচালক মো. মঈনুল খান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
বাংলাদেশ সময়: ১০৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৫