ঢাকা: রাজধানীর আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশনের পাশের বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১১টা ২৫ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের ওসি (কন্ট্রোল রুম) এনায়েত হোসেন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, হেডকোয়ার্টার থেকে দু’টি, মিরপুর থেকে তিনটি, তেজগাঁও থেকে দু’টি ও মোহাম্মদপুর ফায়ার সার্ভিস থেকে তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
বাংলাদেশ সময়: ১১৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৫/আপডেট: ১১৫১ ঘণ্টা