ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

পদ্মায় লঞ্চডুবির ঘটনায় আরো ৭ মৃতদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৫
পদ্মায় লঞ্চডুবির ঘটনায় আরো ৭ মৃতদেহ উদ্ধার ফাইল ফটো

মানিকগঞ্জ: পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে মাঝপদ্মায় রোববারের (২২ ফেব্রুয়ারি) লঞ্চডুবির ঘটনায় আরো সাতজনের মৃতদেহ উদ্ধার হয়েছে।  
 
বুধবার (২৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টা পর্যন্ত লঞ্চডুবির ঘটনাস্থল থেকে সাত কিলোমিটার ভাটিতে মানিকগঞ্জের হরিমামপুর উপজেলার আন্ধারমানিক এলাকা থেকে মৃতদেহগুলো উদ্ধার করা হয়।



এনিয়ে লঞ্চডুবির ঘটনায় ৭৮ জনের মৃতদেহ উদ্ধার করা হলো। এখনো চার/পাঁচজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

ফায়ার সার্ভিসে ঘিওর স্টেশন অফিসার জিহাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, লঞ্চডুবির ঘটনায় উদ্ধার তৎপরতার অংশ হিসেবে নদীতে টহল দেওয়ার সময় আরো সাতটি মৃতদেহ পাওয়া গেলো।  
 
এদিকে, মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত উদ্ধারকৃত ৭১ মৃতদেহের মধ্যে ৬৯টি তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া, পরিচয় না পাওয়ায় মধ্যবয়সী এক নারীর মরদেহ আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
   
এদিকে, লঞ্চডুবির ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন আরো চার/পাঁচজন।

বাংলাদেশ সময়: ১১৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।