রাজশাহী: ২০ দলীয় জোটের টানা অবরোধ ও হরতালের মধ্যে রাজশাহীতে কয়লাবাহী ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে 7টার দিকে এ ঘটনা ঘটে।
এছাড়া বেলা ১১টা পর্যন্ত রাজশাহীর অন্য কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
রাজশাহী মহানগরের মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রউফ বাংলানিউজকে জানান, ঢাকা থেকে একটি কয়লাবাহী ট্রাক রাজশাহী কাশিয়াডাঙ্গা এলাকায় যাচ্ছিলো। ট্রাকটি মহানগরের বিনোদপুর এলাকায় পৌঁছালে গতিরোধ করে দুর্বৃত্তরা। এসময় তারা চালক ও হেলপারকে নামিয়ে ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়।
পরে খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। আগুনে ট্রাকের সামনে অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে পুলিশ যাওয়ার আগেই নাশকতাকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি বলে জানান ওসি।
বাংলাদেশ সময়: ১১৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৫