ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

আগারগাঁও বস্তির আগুন নিয়ন্ত্রণে, শিশুর মরদেহ উদ্ধার

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৫
আগারগাঁও বস্তির আগুন নিয়ন্ত্রণে, শিশুর মরদেহ উদ্ধার ছবি: নাজমুল হাসান/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীর আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশনের পাশের বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন ফায়ার সার্ভিস কর্মীর।

ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট প্রায় ৫০ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের অ্যাডিশনাল ডিরেক্টর রফিকুল ইসলাম।



এদিকে, অগ্নিকাণ্ডের ঘটনায় সজীব নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। তার বয়স চার বছর, বাড়ি গোপালগঞ্জ। নিহত সজীবের বাবার নাম তুহিন শেখ।

অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় তিনশ ঘর পুড়েছে বলে দাবি বাসিন্দাদের। এছাড়া এ ঘটনায় দু’জন আহত হয়েছেন বলেও দাবি তাদের।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১১টা ২৫ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের ওসি (কন্ট্রোল রুম) এনায়েত হোসেন অগ্নিকাণ্ডের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, হেডকোয়‍ার্টার থেকে দু’টি, মিরপুর থেকে তিনটি, তেজগাঁও থেকে দু’টি ও মোহাম্মদপুর ফায়ার সার্ভিস থেকে তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

বাংলাদেশ সময়: ১২২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৫/আপডেট: ১২৩৮ ঘণ্টা

** আগারগাঁওয়ে বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।