ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

নাটোরে ভূমি অফিসে অগ্নিকাণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৫
নাটোরে ভূমি অফিসে অগ্নিকাণ্ড

নাটোর: নাটোর সদর উপজেলা ভূমি অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অফিসের প্রয়োজনীয় কাগজপত্র, কম্পিউটার, ফটোস্ট্যাট মেসিনসহ আসবাবপত্র পুড়ে গেছে।



বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাতটার দিকে শহরের বঙ্গজ্জল রানী ভবানী রাজবাড়ী চত্বরে অবস্থিত ভূমি অফিসে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলে।

সহকারী ভূমি কর্মকর্তা আলমগীর কবির ও নাটোর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুর রউফ বাংলানিউজকে জানান, সকালে ভূমি অফিসের একটি কক্ষে আগুন জ্বলছে এমন খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিভানো হয়।

অগ্নিকাণ্ডে অফিসের দু’টি কম্পিউটার, একটি ফটোস্ট্যাট মেশিন, আসবাবপত্রসহ জরুরি কাগজপত্র পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়।

জেলা প্রশাসক মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনা তদন্তে একটি টিম গঠন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।