মিরসরাই (চট্টগ্রাম): মিরসরাই উপকূল থেকে নয়টি গরু চুরি করে পালানোর সময় গণপিটুনিতে মো. বেলাল হোসেন (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত বেলাল উপজেলার ১০ নম্বর মিঠানালা ইউনিয়নের রহমতাবাদ এলাকার নুরুল অালমের ছেলে।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ ভূঁইয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে।
এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও তিনি জানান।
উপজেলার সাত নম্বর কাটাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন সবুজ জানান, সম্প্রতি উপকূলীয় এলাকায় প্রায়ই গবাদি পশু চুরির ঘটনা ঘটছে। চুরি ঠেকাতে বর্তমানে স্থানীয় জনগণ রাত জেগে এলাকায় পাহারা দেয়। ভোরে মিঠানালা উপকূল থেকে সাত/আটজনের একদল চোর চার কৃষকের বাড়ি থেকে নয়টি গরু চুরি করে পিকআপ ভ্যানে তুলে ফেনীর সোনাগাজী উপজেলার দিকে যাচ্ছিল। পথে কাটাছড়া ইউনিয়নের বাড়িয়াখালী এলাকায় পৌঁছুলে পাহারারত জনগণ গরুবাহী পিকআপ ভ্যানটি আটক করে। এসময় বাকিরা পালিয়ে গেলেও বেলাল নামে এক চোরকে আটক করে গণপিটুনি দেয় তারা। এতে তিনি গুরুতর আহত হন। পরে তারা ওই গাড়িতে অাগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ এসে বেলালকে উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১১টার দিকে বেলালের মৃত্যু হয়।
বাংলাদেশ সময়: ১২৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৫