রাজবাড়ী: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা থেকে বিদেশি পিস্তল, ম্যাগজিন ও তিন রাউন্ড গুলিসহ শফিকুল ইসলাম সুজ্জল নামে এক যুবককে আটক করেছে র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি বিশেষ দল।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দিনগত রাত তিনটায় নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
শফিকুল ইসলাম সুজ্জল উপজেলার দেওয়ানপাড়া গ্রামের মৃত ইমান আলী খানের ছেলে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত তিনটায় তার নিজ বাড়ি থেকে একটি ৭.৬৫ এম এম বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন এবং তিন রাউন্ড গুলিসহ তাকে আটক করা হয়।
ৠাবের দাবি, জিজ্ঞাসাবাদে শফিকুল জানায়, তিনি একজন পেশাদার ভাড়াটে কিলার। তিনি এলাকায় বিভিন্ন স্থানে অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজী, ছিনতাইসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড করে আসছিলেন।
র্যাবের সিনিয়র এএসপি মো. আমিনুর রহমান ও এএসপি মো. শামীম কুদ্দুছ ভূঁইয়ার নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। তার বিরুদ্ধে গোয়ালন্দ থানায় অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১৩০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৫/আপডেট: ১৩৪৪ ঘণ্টা