কুমিল্লা: কুমিল্লার ব্রাক্ষণপাড়া উপজেলার চান্দলা ইউনিয়নের চান্দলা এলাকার টানা ব্রিজের সামনে পাথর বোঝাই ট্রাকের চাপায় মো. সুমন (৩২) নামের এক পথচারী নিহত হয়েছেন।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ব্রাক্ষণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার বড়ুয়া বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করেছে। এদিকে, ঘাতক ট্রাকটি আটক করা হলেও দুর্ঘটনার পরপর চালক পালিয়ে গেছে।
বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৫