ঢাকা: ঢাকা রেলওয়ে থানার বিমানবন্দর স্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ঢাকা রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আলী আকবর বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিমানবন্দর স্টেশনের উত্তর পাশে উত্তরায় অবস্থিত আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) গেট সংলগ্ন রেল লাইনে জয়দেবপুরগামী একটি ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু হয়।
ওই নারীর বিস্তারিত পরিচয় জানা যায়নি। তবে তার আনুমানিক বয়স ৪৫ বলে জানান এসআই আলী আকবর।
তিনি বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলাও হবে।
বাংলাদেশ সময়: ১৩১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৫