সিলেট: সিলেটে সোয়া চার কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় ৫ বর্ডার গার্ড ব্যাটালিয়ন কম্পাউন্ডে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্যের মোট মূল্য ৪ কোটি ১৮ লাখ ২৫ হাজার ৫৫০ টাকা বলে প্রেস ব্রিফিংয়ে জানান বিজিবি-৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবু মোহাম্মদ মহি উদ্দিন।
বিজিবি-৫ ব্যাটালিয়নের উদ্ধারকৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে- বিভিন্ন প্রকারের মদ ২৪ হাজার ২৭৮ বোতল, বিয়ার ৩ হাজার ৫১৩ বোতল, ফেন্সিডিল ১ হাজার ৪৬৩ বোতল, জেন্সিডিল সিরাপ ১০ বোতল, বাংলা মদ ২১১ লিটার, গাঁজা ৫২ কেজি ৬০ গ্রাম। যার মূল্য ৩ কোটি ৮১ লাখ ৩১ হাজার ৮৫০টাকা।
৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের উদ্ধারকৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে- মদ ৫০৬ বোতল। যার আনুমানিক মূল্য ৭ লাখ ৫৯ হাজার টাকা।
৪১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের উদ্ধারকৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে- বিভিন্ন প্রকারের মদ ১ হাজার ৭২১ বোতল, ফিন্সিডিল ৭০৫ বোতল, জেন্সিডিল সিরাপ ১৭৮ বোতল। যার মূল্য ২৯ লাখ ৩৪ হাজার ৭০০ টাকা।
মাদকদ্রব্য ধ্বংসকালে উপস্থিত ছিলেন- বিজিবি উত্তর-পূর্ব রিজিওন সরাইলের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. লতিফুর হায়দার (এনডিসি-পিএসএসি)। অন্যদের মধ্যে ছিলেন, বিজিবি সিলেট সেক্টর কমান্ডার কর্নেল মো. জামাল মাহমুদ সিদ্দিকী পিএসসি, ৪১ বর্ডার গার্ড’র অধিনায়ক লে. কর্নেল শাহ আলম চৌধুরী, ডিজিএফআইর কর্মকর্তা, সদর উপজেলা চেয়ারম্যন, পুলিশ সুপার, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা।
২০১৪ সালের ১ জুলাই থেকে গত ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত সিলেট-সুনামগঞ্জ জেলার বিভিন্ন সীমান্ত এলাকা হতে বিজিবি সিলেট সেক্টরের ৫, ৮ ও ৪১ ব্যাটালিয়নের জওয়ানরা এসব মাদকদ্রব্য উদ্ধার করেন।
বাংলাদেশ সময়: ১৩২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৫