ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২ পোশাক শ্রমিক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৫
আশুলিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২ পোশাক শ্রমিক ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আশুলিয়া (ঢাকা): সাভারের আশুলিয়া নন্দন পার্ক এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন দুই পোশাক শ্রমিক। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ৪০জন।



বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাড়ইপাড়া ও নন্দন পার্ক সংলগ্ন পল্লীবিদ্যুত এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে স্থানীয়রা বাংলানিউজকে জানান, সকালে আশুলিয়ার বাড়ইপাড়া থেকে নুর গ্রুপের শ্রমিকবাহী একটি বাস নন্দন পার্ক এলাকা অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় অজ্ঞাত এক শ্রমিক।

হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মাইদুল নামের আরও এক পোশাক শ্রমিককে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ২০ জন।

এদিকে একই সময়ে নন্দন পার্ক সংলগ্ন পল্লীবিদ্যুৎ এলাকায় এ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেডের শ্রমিকবাহী বাস এবং বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে আহত হয় অন্তত ২০ জন শ্রমিক। আহতদের উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল বাংলানিউজকে বলেন, দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।