ঢাকা: এখন থেকে অনলাইনে নিজে নিজেই ভোটার হওয়া থেকে শুরু করে এর সংশোধন এবং জাতীয় পরিচয়পত্রের জন্য নিবন্ধন ও তথ্য সংশোধনসহ ছয়টি সেবা গ্রহণ করতে পারবেন।
বুধবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দিন আহমেদ এ কার্যক্রম উদ্বোধন করেছেন।
১২টা ৪০ মিনিটে নির্বাচন কমিশন সেক্রেটারিয়েটের সভাকক্ষে আয়োজিত এক প্রেজেন্টেশন শেষে তিনি এ কার্যক্রম উদ্বোধন করেন।
এ সময় সিইসি বলেন, এখন ডিজিটাল প্রযুক্তি নিয়ে কাজ চলছে। যখন যত উন্নত প্রযুক্তি আসবে, তখন সেই প্রযুক্তিতে চড়ে বসতে হবে। যত দ্রুত চড়ে বসা যাবে, তত বেশি দ্রুত অগ্রগতি হবে।
তিনি বলেন, অনলাইনে ভোটার নিবন্ধন কার্যক্রম ও জাতীয় পরিচয়পত্র সংশোধন ছাড়াও ম্যানুয়ালিও এ কাজ করা যাবে।
সিইসি কাজী রকিব উদ্দিন আহমেদ বলেন, এখন থেকে অনলাইনের মাধ্যমে নাগরিকেরা নির্বাচন কমিশনের ছয়টি সেবা গ্রহণ করতে পারবেন।
এগুলো হচ্ছে- প্রথমত, কারো বয়স ১৮ হলেই অনলাইনে তিনি নিজেই ভোটার হতে পারবেন; দ্বিতীয়ত, যিনি ভোটার হয়েছেন, তিনি নিজেই তার ব্যক্তিগত তথ্য এবং নির্বাচনের সময় ভোটকেন্দ্রের তথ্য দেখতে পারবেন; তৃতীয়ত, জাতীয় পরিচয়পত্রের তথ্যের পরিবর্তন, সংশোধন ও হালনাগাদের জন্য আবেদন করতে পারবেন; চতুর্থত, ছবি ও স্বাক্ষর পরিবর্তন, আঙুলের ছাপগ্রহণ ও অন্যান্য প্রয়োজনে অ্যাপয়েন্টমেন্ট (সাক্ষাৎকারের সময়সূচি) নিতে পারবেন; পঞ্চমত, হারিয়ে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়া পরিচয়পত্র প্রতিস্থাপনের আবেদন করতে পারবেন ও ষষ্ঠত, আবেদনকারী নিজেই নিজের অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন।
সিইসি বলেন, অনেক পরীক্ষা-নিরীক্ষা করে আমরা এই সিস্টেমটি দাঁড় করিয়েছি। বুয়েটসহ অন্যান্য প্রযুক্তি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে এই সিস্টেম হ্যাকিং করা যাবে কিনা তাও পরীক্ষা করা হয়েছে।
সবকিছু ত্রুটিমুক্ত করেই আজকে এই সিস্টেমটা উদ্বোধন করা হলো।
তিনি বলেন, তবে ভবিষ্যতে যদি কোনো ত্রুটি দেখা দেয়, তাহলে তাও সমাধান করা হবে।
এদিকে, অনলাইনে ভোটার হওয়ার পুরো কার্যক্রমটি প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করেন জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুজ্জামান মো. সালেহ।
তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে বলেন, নাগরিকেরা এই সুবিধা পাওয়ার জন্য নির্বাচন কমিশনের ওয়েবসাইট www.ec.org.bd ঢুকে নিজের মোবাইল ফোন নম্বর দিলে ইসি থেকে স্বয়ংক্রিয়ভাবে একটি পাসওয়ার্ড মোবাইল ফোন চলে যাবে। এরপর তিনি ওই পাসওয়ার্ড ব্যবহার অ্যাকাউন্ট করতে পারবেন।
সুলতানুজ্জামান মো. সালেহ বলেন, নির্বাচন কমিশনের ওয়েবসাইটে এ বিষয়ে সব ধরনের নির্দেশনা দেওয়া থাকবে। প্রতিদিন পাঁচশজনকে স্বয়ংক্রিয়ভাবে অ্যাপয়েন্টমেন্টের সময়সূচি দেওয়া হবে। এ ক্ষেত্রে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে অ্যাপয়েন্টমেন্টের সেবা পাওয়া যাবে।
সালেহ বলেন, অনলাইনে ভোটার হওয়ার জন্য বা জাতীয় পরিচয়পত্র সংশোধনের জন্য আবেদন করা গেলেও সেই আবেদনের সফট কপি প্রয়োজনীয় প্রমাণাদিসহ সংশ্লিষ্ট উপজেলা বা থানা এলাকার নির্বাচন কমিশন কার্যালয়ে জমা দিতে হবে।
অনলাইন কার্যক্রম উদ্বোধনের সময় চার নির্বাচন কমিশনার (ইসি) আব্দুল মোবারক, আবু হাফিজ, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জাভেদ আলী, মো. শাহ নেওয়াজ, ইসি সচিব সিরাজুল ইসলাম, জনসংযোগ পরিচালক এসএম আসাদুজ্জামানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বুধবার থেকে জাতীয় পরিচয়পত্র সংশোধন অনলাইনে
বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৫