ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

রাজশাহীর নিখোঁজ পৌর মেয়রের সন্ধান দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৫
রাজশাহীর নিখোঁজ পৌর মেয়রের সন্ধান দাবি ছবি: জি এম মুজিবুর/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজশাহী জেলার নওহাটা পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. আব্দুল গফুর সরকারকে সুস্থ অবস্থায় ফেরতের দাবি করেছে তার পরিবার।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে আব্দুল গফুরের ছেলে ফয়সাল আহমেদ রুনু এ দাবি জানান।



সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত বছরের ৩১ ডিসেম্বর পৌরসভার কাজে ঢাকায় আসার পর চলতি বছরের ১ জানুয়ারি বাবার সঙ্গে সবশেষ ফোনে কথা হয়। এরপর থেকে আমার মোবাইল ফোনে বাবার ফোন থেকে এসএমএস আসতো, আমি জরুরি কাজে আছি। ফোনে কথা বলতে পারছি না। পরে যোগাযোগ করা হলে মোবাইল বন্ধ পাওয়া যেতো, কখনো খোলা থাকলেও ফোন রিসিভ করতেন না। শুধু এসএমএসে বলতেন, আমি ভালো আছি।

রুনু নিজে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পরিচয় তুলে ধরে বলেন, বাবার নিখোঁজের বিষয়টি মহানগর আওয়ামী লীগ সভাপতি এ এইচ এম খায়রুজ্জামান লিটন ও রাজশাহীর পবা-মোহনপুরের সংসদ সদস্য আয়েন উদ্দিনকে অবহিত করা হয়েছে।

নিখোঁজ বাবার সন্ধান দাবি করে তিনি বলেন, আমি জানি না, আমার বাবা কী অবস্থায় আছেন। এ অবস্থায় আমি আমার পরিবার ও এলাকাবাসী চরম হতাশা ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছি।

তার বাবা নিখোঁজ হওয়ার পর তার মা ফজিলাতুন্নোসা থানায় প্রথমে একটি জিডি ও পরে একটি মামলাও দায়ের করেছেন বলেও রুনু জানান।

বাংলাদেশ সময়: ১৩৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।