মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি এলাকায় অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় মামুন মিয়া (২৪) নামে এক যুবক নিহত ও রোগীসহ তিনজন আহত হয়েছেন।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মামুন মিয়া অ্যাম্বুলেন্স চালকের সহকারী বলে জানা গেছে। আহত শ্রী জপন (৩২), রোগী আব্দুল মালেক (৬১) ও তার ছেলে রাসেল মিয়াকে (২৫) স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
গজারিয়া থানার ভবেরচর হাইওয়ে পুলিশের সার্জেন্ট মোহাম্মদ সাইফুল ইসলাম বাংলানিউজকে জানান, নোয়াখালী থেকে অসুস্থ রোগী আ. মালেক মিয়াকে (৬১) নিয়ে বেসরকারি একটি অ্যাম্বুলেন্স (ঢাকা মেট্রো চ ১১-০৫৫১) ঢাকা যাচ্ছিল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাম্বুলেন্সটি মহাসড়কের বালুয়াকান্দি এলাকার মুন ফিলিং স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে সজোড়ে ধাক্কা দেয়।
এতে অ্যাম্বুলেন্সটি দুমড়ে মুচড়ে গেল ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্স চালকের সহকারী মামুন মারা যান এবং রোগীসহ তিনজন আহত হন।
সাজেন্ট সাইফুল ইসলাম বলেন, অ্যাম্বুলেন্স চালক ও দাঁড়িয়ে থাকা ট্রাকটি পালিয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।
বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৫