ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

কচুয়ায় সিঁড়ি থেকে পড়ে স্কুলছাত্রীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৫
কচুয়ায় সিঁড়ি থেকে পড়ে স্কুলছাত্রীর মৃত্যু

চাঁদপুর: চাঁদপুরের কচুয়ায় স্কুলের সিঁড়ি থেকে পড়ে ইশরাত জাহান রিমি (১০) নামে পঞ্চম শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।



রিমি কচুয়া পৌরসভার করইশ গ্রামের শুকুর আলীর মেয়ে এবং কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী।

রিমির সহপাঠিরা বাংলানিউজকে জানায়, সকালে রিমি স্কুলে এসে  অন্য সহপাঠিদের সঙ্গে দ্বিতীয় তলায় ওঠে। পরে নিচে নামার সময় সে সিঁড়িতে পা ফসকে পড়ে যায়।   এ সময় সে মাথায় আঘাত পেয়ে জ্ঞান হারিয়ে ফেলে। পরে শিক্ষকরা তাকে উদ্ধার করে কচুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.  ইব্রাহীম খলিল বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।