ঢাকা: রাজধানীর শাহআলী থানার নবাবেরবাগ এলাকায় টপি বেগম (২২) নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করেছে তার পাষণ্ড স্বামী।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দিনগত রাতে এ ঘটনা ঘটে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পরিদর্শক (এসআই) শোভন কুমার সাহা বাংলানিউজকে জানান, রাতে গলায় ওড়না পেছিয়ে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার পর ঘরে তালা লাগিয়ে পালিয়ে যান স্বামী মমিন।
পরে প্রতিবেশীরা থানায় খবর দিলে ঘটনাস্থলে গিয়ে পুলিশ দরজা ভেঙে বিছানার ওপর থেকে লাশটি উদ্ধার করে বলে তিনি জানান।
এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান এসআই শোভন।
নিহত টপির চাচাতো ভাই রায়হান বাংলানিউজকে জানান, পাঁচবছর আগে মমিনের সঙ্গে টপির বিয়ে হয়। তাদের একটি কন্যা সন্তান রয়েছে।
বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৫