সিলেট: সিলেটে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ সিলেট মহানগর শিবির নেতা শামসুর রহমান জাবালকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) ভোরে নগরীর সবুজবাগ এলাকায় এক আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) রহমত উল্লাহ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, জাবালকে গ্রেফতারের সময় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, নাশকতার ম্যাপ, গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।
‘জাবাল শিবিরের সিলেট বিভাগীয় সমন্বয়ক’ জানিয়ে তিনি বলেন, জাবালের কাছে সিলেট বিভাগের বিভিন্ন এলাকার নাশকতা পরিকল্পনার যথেষ্ঠ প্রমাণ রয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৩৪ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৫