জামালপুর: জামালপুরে পেট্রোলের আগুনে দগ্ধ শহিদুর রহমান শহিদ (৪০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তিনি জামালপুর সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের নান্দিনা নয়াপাড়া গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে।
স্থানীয়রা বাংলানিউজকে জানান, ১৯ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টায় সদরের নান্দিনা পশ্চিম বাজারে পেট্রোল ব্যবসায়ী শহিদুর রহমান শহিদ দোকান খুলে আগরবাতি জ্বালিয়ে ম্যাচের জ্বলন্ত কাঠি মাটিতে ফেলেন। সঙ্গে সঙ্গে দোকানে আগুন ধরে যায়। এ সময় ব্যবসা প্রতিষ্ঠানের সঙ্গে ব্যবসায়ী শহিদুর রহমানও দগ্ধ হন।
গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়।
সদরের রানাগাছা ইউপি চেয়ারম্যান লুৎফুল কবীর আকন্দ সোহাগ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, ঢাকা থেকে মরদেহ নিয়ে আসার প্রক্রিয়া চলছে। আশা করছি বিকেলের মধ্যে মরদেহ গ্রামের বাড়ি পৌঁছবে।
বাংলাদেশ সময়: ১৪২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৫