সাতক্ষীরা: সাতক্ষীরা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) নির্যাতনে আহত বাংলাদেশি গরু রাখাল শেখ জাকির হোসেন (৩০) মারা গেছেন।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
জাকির জেলা সদরের লাবসা গ্রামের শেখ নাসির হোসেনের ছেলে।
লাবসা ইউনিয়ন পরিষদের পাঁচ নম্বর ওয়ার্ডের সদস্য কাজী মনিরুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত যুবকের পারিবারিক সূত্র জানায়, ১২ ফেব্রুয়ারি ভারতে গরু আনতে যান জাকির। পরদিন ভোর ৪টার দিকে গরু নিয়ে দেশে ফেরার সময় লক্ষীদাঁড়ী সীমান্তের বিপরীতে ঘোজাডাঙ্গা বিএসএফ ক্যাম্পের সদস্যদের হাতে আটক হন তিনি। এসময় তারা বুট ও আগ্নেয়াস্ত্র দিয়ে জাকির হোসেনের সমস্ত শরীর থেতলে ও ডান হাত-পা ভেঙে দেয়। এ অবস্থায় বিএসএফ সদস্যরা জাকিরকে লক্ষীদাঁড়ী সীমান্তে ফেলে রেখে গেলে স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার মৃত্যু হয় তার।
বাংলাদেশ সময়: ১৪২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৫