সাভার (ঢাকা): সাভারে প্রতিবন্ধীদের জীবিকায়নে গণমাধ্যম ও ব্যবসায়ী প্রতিষ্ঠানের ভূমিকা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে লিওনার্ড চেসিয়ার ডিসঅ্যাবিলিটি (এলসিডি) বাংলাদেশের অর্থায়নে সাভারের তালবাগ টিআইবি অডিটোরিয়ামে ভিলেজ অ্যাসিসিয়েশন ফর সোশ্যাল ডেভেলপমেন্ট (ভাস্ট) বাস্তবায়নে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
লিওনার্ড চেসিয়ার ডিসঅ্যাবিলিটি একটি আন্তর্জাতিক সংগঠন হিসেবে পৃথিবীর ৫৪টি দেশে প্রায় ২৫০টি শাখা নিয়ে কাজ করছে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশে একটি সেবামূলক সহযোগী প্রতিষ্ঠান ভাস্ট-এর মাধ্যমে প্রতিবন্ধীদের নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি।
আলোচনা সভায় ভাস্টের নির্বাহী পরিচালক এম এ সামাদ বলেন, প্রতিবন্ধীদের ফাউন্ডেশন প্রশিক্ষণ, ব্যবসায়ী প্রশিক্ষণ, বৃত্তিমূলক প্রশিক্ষণ দিয়ে কর্মক্ষম হিসেবে গড়ে তোলাই আমাদের প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য। গণমাধ্যমের সহযোগিতা আমাদের কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন রাখবে বলে মনে করি।
এসময় প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নে গণমাধ্যম ও ব্যবসায়ী প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহ্বান জানায় প্রতিষ্ঠানটি।
এলসিডি বাংলাদেশের নির্বাহী পরিচালক সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা গোলামা মোস্তফা।
এছাড়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা আক্তার, বিভিন্ন গণমাধ্যম কর্মী, ব্যবসায়ী সংগঠনের নেতা ও প্রতিবন্ধীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৫