ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

এমপি হোস্টেলে নিরাপত্তা বাড়ানোর সুপারিশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৫
এমপি হোস্টেলে নিরাপত্তা বাড়ানোর সুপারিশ

ঢাকা: ২০ দলীয় জোটের অবরোধ ও হরতালে চলমান রাজনৈতিক সহিংসতায় উৎকণ্ঠায় সংসদ সদস্যরাও। বিশেষ করে সংসদ সদস্যদের মানিক মিয়া এভিনিউর ছয়টি ও নাখালপাড়ার চারটি  বাসভবন নিয়ে এই উৎকণ্ঠা দেখা দিয়েছে।

এজন্য এমপিদের বাসভবনে বাড়তি নিরাপত্তা জোরদার করার সুপারিশ করেছে দশম জাতীয় সংসদের সংসদীয় কমিটি।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির পঞ্চম বৈঠকে এ সুপারিশ করা হয়। জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ বৈঠকে সভাপতিত্ব করেন।

বৈঠকে সংসদ সদস্যদের নিরাপত্তা রক্ষায় তাদের বাসভবনে আগামী এক সপ্তাহের মধ্যে অতিরিক্ত নিরাপত্তারক্ষী দিতে জরুরি পদক্ষেপ নেওয়ার সুপারিশ করা হয়।  

এছাড়া মানিক মিয়া এভিনিউর এক থেকে ছয় নং সংসদ সদস্য ভবনের লিফট দ্রুত পরিবর্তন ও মেরামতের জন্য পিডব্লিউডিকে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।   

বৈঠক শেষে কমিটির সদস্য খালিদ মাহমুদ চৌধুরী বলেন, এমপিদের দশটি হোস্টেলের নিরাপত্তা নিয়ে দীর্ঘদিন ধরে অভিযোগ ছিলো। এর মধ্যে কোনো কোনো এমপির বাসায় বহিরাগতদের আসতে দেখা গেছে। এ নিয়ে এমপিরা শঙ্কিত। তাই আমরা এমপিদের বাসভবনের নিরাপত্তা দ্রুত বাড়ানোর সুপারিশ করেছি।

বৈঠকে বাংলাদেশ জাতীয় সংসদ ভবনের ভিআইপি ক্যাফেটেরিয়াসহ পর্যটন কর্পোরেশন পরিচালিত সব ক্যাফেটেরিয়ায় খাবার ও সেবার মানোন্নয়নসহ পরিষ্কার-পরিচ্ছন্নতা সমুন্নত রাখতে পর্যটন কর্পোরেশনকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সুপারিশ করা হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন, কমিটির সদস্য ও হুইপ মোছা. মাহবুব আরা বেগম গিনি, সাগুফতা ইয়াসমিন, ফজলে হোসেন বাদশা, খালিদ মাহমুদ চৌধুরী, মো. আসলামুল হক ও তালুকদার মো. ইউনুস।

এছাড়া পুলিশ বাহিনী, আনসার বাহিনী, পিডব্লিউডি ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।        

বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।