ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

নেত্রকোনায় গণধর্ষণ মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৫
নেত্রকোনায় গণধর্ষণ মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড ছবি: প্রতীকী

নেত্রকোনা: নেত্রকোনায় চাঞ্চল্যকর কিশোরীকে গণধর্ষণ মামলায় ৫ জনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি তাদের প্রত্যেককে ২৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।



বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক, জেলা ও দায়রা জজ ড. একেএম আবুল কাশেম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- জেলার পূর্বধলা উপজেলার কালডোয়ার গ্রামের মোকশেদ আলীর ছেলে শামীম, মন্তোষ রংদির ছেলে ভিকন ও টিকন, মৃত নরেন্দ্র শেমার ছেলে তাপস বুধি গ্রামের ইউনুছ আলীর ছেলে রূপ মিয়া। এদের মধ্যে রূপ মিয়া পলাতক রয়েছেন।

মামলার পাবলিক প্রসিকিউটর (পিপি) জিএম খান পাঠান বিমল বাংলানিউজকে জানান, জেলার সদর উপজেলার বাহাদুর গ্রামের হাছেন আলীর মেয়ে কিশোরী সেলিনা ২০০২ সালের ২০ জুলাই মা ও বোন জামাইয়ের সঙ্গে পূর্বধলা উপজেলার সাত্যাটি আত্মীয়ের বাড়িতে বেড়ানোর উদ্দেশে রওয়ানা হন।

পূর্বধলা চৌরাস্তায় পৌঁছালে কিশোরীর খালাতো বোন জামাই রুক্কু মিয়া তাকে দেখতে পায়। পরে তাকে সঙ্গে নিয়ে রিকশায় করে সাত্যাটির উদ্দেশে রওয়ানা হয়ে পূর্বধলার কুমারকালী ব্রিজে পৌঁছালে আসামিরা রিকশার গতিরোধ করে ভিকটিমকে পার্শ্ববর্র্তী নির্জনস্থানে নিয়ে যায়। এসময় মা ও বোন জামাইকে হত্যার হুমকি দিয়ে চলে যেতে বাধ্য করে এবং ওই কিশোরীকে নির্জনস্থানে নিয়ে গণধর্ষণ করে। এ ঘটনায় কিশোরী মামলা দায়ের করে।

এদিকে একই রায়ে অপরাধ প্রমাণিত না হওয়ায় এখলাছ নামে আসামিকে বেকসুর খালাস দিয়েছে আদালত।

বাংলাদেশ সময়: ১৫০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।