ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

গোদাগাড়ীতে ছেলের পিটুনিতে বাবার মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৫
গোদাগাড়ীতে ছেলের পিটুনিতে বাবার মৃত্যু

রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ীতে ছেলের মারধরে বাবা শরীফ উদ্দিন (৬৫) মারা গেছেন।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার বিজয়নগর এলাকায় এ ঘটনা ঘটে।



রাজশাহী গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আবু ফরহাদ জানান, নিহত শরীফ উদ্দিনের দু’জন স্ত্রী। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মঙ্গলবার সকালে প্রথম পক্ষের দু’ছেলে সাইফ ও সুজন তাকে মারধর করে। এতে অসুস্থ হয়ে পড়লে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়। তবে রাতেই শরীফকে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে যাওয়া হয়।

তিনি আরও জানান, একই ঘটনার জের ধরে বুধবার সকালে আবারও প্রথম পক্ষের ছেলে সাইফ তাকে মারধর করে। এসময় অসুস্থ হয়ে পড়লে বেলা ১১টার দিকে শরীফ উদ্দিন মারা যান।

এ ঘটনায় তার বড় ছেলে সাইফকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে পাঠানো হয়েছে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে।

এ ঘটনায় নিহতের দ্বিতীয় স্ত্রী জোসনা বেগম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করবেন বলে জানান গোদাগাড়ী থানার ওসি।

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।