ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

অনলাইন সাংবাদিকতা হলো ‘স্মার্ট’ সাংবাদিকতা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৫
অনলাইন সাংবাদিকতা হলো ‘স্মার্ট’ সাংবাদিকতা ছবি: জিএম মুজিবুর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা:  বৈশাখী টেলিভিশনের প্রধান সম্পাদক ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি মনজুরুল আহসান বুলবুল বলেছেন, অনলাইন সাংবাদিকতা হলো ‘স্মার্ট’ সাংবাদিকতা। আর তাই এই ধরনের সাংবাদিক হতে হলে দক্ষতা ও অভিজ্ঞতার কোনো বিকল্প নেই।



বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে একটি অনলাইন সংবাদ মাধ্যমের তৃতীয় বর্ষপূতি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

একই অনুষ্ঠানে  বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া গণহত্যা করে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চান বলে মন্তব্য করেন পেশাজীবী সমন্বয় পরিষদের মহাসচিব প্রফেসর ডা. কামরুল হাসান খান।

তিনি বলেন, বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট দেশে হরতাল-অবরোধের নামে সাধারণ মানুষ হত্যা করছে আর এই কর্মসূচির নাম দিয়েছে গণতন্ত্র রক্ষার আন্দোলন। যারা মানুষ হত্যার কর্মসূচি পালন করে তারা রাষ্ট্রদ্রোহী। আর রাষ্ট্রদ্রোহীদের রাজনীতি করার কোনো অধিকার নেই।

অনলাইন সংবাদ মাধ্যমটির সম্পাদক মোহাম্মদ আছাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) যুগ্ম-মহাসচিব সাইফুল ইসলাম তালুকদার, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি আলতাফ মাহমুদ, সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদ, সহ-সভাপতি আতিকুর রহমান চৌধুরী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।