রাজশাহী: রাজশাহীতে অপহৃত দুই ব্যক্তিকে উদ্ধার করেছে গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) মধ্যরাতে মহানগরের উপকণ্ঠ হাড়পুর আমবাগান এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া দুই ব্যক্তি হলেন- শাহ মখদুম থানার বায়া বালিয়াডাঙ্গা এলাকার মোজাহার আলীর ছেলে আখতারুজ্জামান মাহী (২২) ও বায়াপাড়ার হাসান আলীর ছেলে সেলিম রেজা (৩০)।
এ ঘটনায় অপহরণকারী চক্রের সদস্য হাড়পুরের মেহেদী হাসান রাকেশকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ।
রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জাহিদুল ইসলাম বাংলানিউজকে জানান, ২৩ ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যায় মোবাইল ফোনে অপহরণকারী চক্রের সদস্য রাকেশ আখতারুজ্জামান মাহী ও সেলিম রেজাকে জরুরি কথা আছে বলে মোবাইল ফোনে ডেকে আনে।
এরপর তাদের হাড়পুর এলাকায় আটকে রাখা হয়। পরে মাহীর পরিবারের সদস্যদের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে অপহরণকারী চক্রের সদস্যরা।
ওসি আরও জানান, চাঁদা দাবির প্রেক্ষিতে মাহীর ভগ্নিপতি আবদুল মান্নান মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ৫০ হাজার টাকা দেন। এ ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে দুই অপহৃতকে উদ্ধার ও অপহরণকারী চক্রের এক সদস্যকে গ্রেফতার করে। আরেকজনকে গ্রেফতারে অভিযান চলছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৫