ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

নোয়াখালীতে হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৫
নোয়াখালীতে হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন

নোয়াখালী: নোয়াখালীর চৌমুহনী বাজারের ব্যবসায়ী ও হক লাইব্রেরির মালিক ফজলুল হক হত্যা মামলায় দুই জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে জেলা বিশেষ দায়রা জজ আদালতের বিচারক শিরিন কবিতা আক্তার এ রায় দেন।

তবে এ রায়ে সন্তুষ্ট নয় নিহতের পরিবার।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন, নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের ছাদু মিয়ার ছেলে আবুল হাশেম (৬১) ও জামাল উদ্দিন (৫২)।

রায় ঘোষণার সময় আবুল হাশেম আদালতে উপস্থিত ছিলেন। অপর পলাতক আসামি জামাল উদ্দিনকে গ্রেফতারে পুলিশকে নির্দেশ দেয় আদালত।
এদিকে, নিহতের ছোট ভাই জিয়াউল হক জিয়া এ  রায়ে অসন্তোষ প্রকাশ করে বাংলানিউজকে জানান,  আসামিদের সর্বোচ্চ শাস্তির জন্য তারা উচ্চ আদালতে আপিল করবেন।

আদালত ও নিহতের পরিবার সূত্র জানায়, ১৯৯৭ সালের ৬ ফেব্রুয়ারি দণ্ডপ্রাপ্ত দুইজনসহ কয়েকজন চৌমুহনী স্টেশন রোড থেকে মাইক্রোবাসযোগে চৌমুহনী পৌরসভার গণিপুর গ্রামের মুক্তিযোদ্ধা সামছুল হকের ছেলে ব্যবসায়ী ফজলুল হককে অপহরণ করে।

পরে পরিবারের লোকজন তাকে বিভিন্ন জায়গা খোঁজাখুঁজি করে কোনো সন্ধান পায়নি। একই বছরের ৯ ফেব্রুয়ারি ফজলুল হকের বাবা বাদী হয়ে হাশেম ও জামালকে আসামি করে বেগমগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্ত শেষে গোয়েন্দা পুলিশ (ডিবি) হত্যাকারীরা নিহতের মৃতদেহ গুম করেছে বলে অভিযোগপত্র দাখিল করেন।
 
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে আদালত উভয়পক্ষের আইনজীবীদের দীর্ঘ শুনানি, স্বাক্ষ্য-প্রমাণ ও যুক্তিতর্ক শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় ওই দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন, স্পেশাল (পিপি) অ্যাডভোকেট কাজী এ বি এম শাহজাহান শাহীন ও অ্যাডভোকেট আবুল কাশেম। আসামিপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট রফিক উল্লাহ।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।