ঢাকা: রাজধানীর আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশনের পাশের বস্তিতে অগ্নিকাণ্ডে নিহত শিশু সজীবের (০৪) পরিবারকে ২০ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে সজিবের পরিবারের সদস্যদের হাতে এ অনুদান তুলে দেওয়া হয়।
ত্রাণ ও পুনর্বাসন অধিদফতরের পক্ষ থেকে জেলা প্রশাসকের মাধ্যমে এ অনুদান দেওয়া হয়েছে।
একই সঙ্গে নিহত সজীবের মায়ের চিকিৎসার জন্য আরও পাঁচ হাজার টাকা দেওয়া হয়।
জেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে ২০ কেজি করে চাল এবং তিন হাজার টাকা দেওয়া হবে।
এর আগে সাড়ে ১১টার দিকে অগ্নিকাণ্ডে আগারগাঁও বস্তির প্রায় দেড়শ’ ঘর পুড়ে যায়।
এ সময় আগুনে পুড়ে ওই বস্তির বাসিন্দা তুহিন শেখের ছেলে সজীবের মৃত্যু হয়। তাদের গ্রামের বাড়ির গোপালগঞ্জে।
বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৫
** আগারগাঁও বস্তির আগুন নিয়ন্ত্রণে, শিশুর মরদেহ উদ্ধার
** আগারগাঁওয়ে বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট